নিজস্ব প্রতিবেদক
শ্রম অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে বাংলাদেশে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা নাকচ করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
শ্রম পরিস্থিতির ধারাবাহিক উন্নতির জন্য ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া চলমান আছে জানিয়ে তিনি বলেন, “আমাদের কাজে তারা সন্তুষ্ট।”
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে বিভিন্ন স্তরের ব্যবসায়ী, শ্রম সচিব, বেপজার নির্বাহী চেয়ারম্যান, বিজিএমইএ, বিকেএমইএ প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাণিজ্য সচিব।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। যুক্তরাষ্ট্র চাচ্ছে সব দেশে শ্রম পরিস্থিতি আরও উন্নত হোক। এটা শুধু বাংলাদেশকে টার্গেট করে না।”
সম্প্রতি বিশ্বব্যাপী শ্রম অধিকার সুরক্ষায় গত মাসে নতুন এক ঘোষণায় সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে বলা হয়েছে, বিশ্বে যারা শ্রমিক অধিকার হরণ করবে, শ্রমিকদের ভয়ভীতি দেখাবে এবং আক্রমণ করবে, তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞাসহ নানা ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা রয়েছে।
ওই মেমোরেন্ডামের ঘোষণা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শ্রমিক নির্যাতনের উদাহরণ হিসেবে বাংলাদেশের শ্রমিক নেত্রী কল্পনা আক্তারের নাম উল্লেখ করেন। এরপর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নতুন এই নীতির লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সেলিম রেজা এক দাপ্তরিক চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয়কে সতর্ক করেছেন।
ওই চিঠি হাতে পাওয়ার পর এই বৈঠকে বসলেও একে ‘নিয়মিত বৈঠক’ আখ্যা দিয়ে বাণিজ্য সচিব বলেন, তারা শ্রমিক অধিকার প্রশ্নে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য বসেছিলেন।
“তবে সেটা (যুক্তরাষ্ট্রের নীতি) আমরা বিবেচনায় নিয়েছি। পাঁচজন অ্যাম্বাসেডর ও তিনজন সচিব মিলে যে ‘থ্রি প্লাস ফাইভ’ একটা আলোচনা হয় সেই আলোচনাটা চলতি মাসেই হওয়ার কথা আছে। সেই আলোচনার আগে আমরা ব্যবসায়ী ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে বসে আলাপ করে নিলাম।
“যুক্তরাষ্ট্রের মেমোরেন্ডামটা নিয়েও ব্যবসায়ীদের সঙ্গে আমরা আলাপ করেছি। স্টেকহোল্ডারদের বলেছি যে, সামনের দিকে আর কী কাজ করা যায়।”