এম. সাইফুল মিজান, কচুয়া প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
আওয়ামী লীগ নেতা, সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম হোসেন বলেছেন, শ্রমিকরা তাদের শ্রম দিয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ করে তাই তাঁদের মর্যাদা বেশি। পৃথিবীর সকল দেশে শ্রমিকদের উচু মর্যাদার লোক হিসাবে গণ্য করা হয়। কারন শ্রমিকরা তাদের শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। আর আমাদের দেশের শ্রমিকরা ও সমপরিমান শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই তাদেরকেও সমমর্যাদা দিতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার উপজেলার হাসিমপুরে শ্রমিক লীগের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ত্যবে উপরোক্ত কথা বলেন।
কচুয়া উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সহসভাপতি মোঃ আক্কাস আলীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ বাতেন সরকার, সদস্য আহসান হাবিব প্রাঞ্জল, জিয়াউর রহমান হাতেম, পৌর আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আহমেদ সুজন, কচুয়া বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনির প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাক মোখলেছুর রহমান মুন্সি, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ ভূইয়া, সদস্য মোঃ জুয়েল, ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি আবুল হাশেম, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, রিক্সা শ্রমিক নেতা আঃ সাত্তার, ইউনিয়ন যুব লীগের সভাপতি মনির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ হাবিব প্রমূখ।