পপুলার২৪নিউজ ডেস্ক: ছোট থেকেই ভালোবাসতেন শ্রদ্ধাকে। স্কুলে পড়ার সময় থেকেই শ্রদ্ধার উপর মন পড়েছিল তাঁর। কিন্তু কখনও কাউকে বলতে পারেননি। শ্রদ্ধাকেও জানাতে পারেননি কিছু। সম্প্রতি বাগি থ্রি-র প্রমোশনে হাজির হয়ে নিজের মনের গোপন কথা প্রকাশ্যে আনলেন টাইগার শ্রফ। যা শুনে রীতিমতো অবাক হয়ে যান শ্রদ্ধা কাপুর।
তিনি বলেন, টাইগার যে এত কথা বলছেন এখন, এসব তাঁকে আগে জানাতে পারতেন। স্কুলে পড়ার সময়ই যদি তাঁকে ভাললাগত, তাহলে টাইগারের আগেই জানানো উচিত ছিল। বিষয়টি নিয়ে তাহলে এই ধরনের লুকোচুরি হত না বলেও পালটা মন্তব্য করেন শ্রদ্ধা কাপুর। যা শুনে টাইগার বলেন, তখন তো তিনি বাগি ছিলেন না। তাই ওই সময় শ্রদ্ধাকে মনের কথা কিছু জানাতে পারেননি।
তবে স্কুলে যখন নিজের চুল উড়িয়ে শ্রদ্ধা হাজির হতেন, তখন শক্তি কাপুরের মেয়ের জন্য মন কেমন করত বলেও মন্তব্য করেন টাইগার শ্রফ।