শ্যালিকার জন্মদিনে ৫০ লাখ টাকার উপহার মুগাবের

পপুলার২৪নিউজ ডেস্ক:
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তার এক শ্যালিকার জন্মদিনে প্রায় ৫০ লাখ টাকার (৬০ হাজার ডলারের) উপহারসামগ্রী দিয়েছেন বলে সোমবার জানিয়েছে রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম। অথচ তার দেশ এখন ভীষণ আর্থিক সংকটের মধ্যে রয়েছে। খবরে বলা হয়, মুগাবের সন্তানদের বড় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কৃতজ্ঞতাস্বরূপ মিসেস গাম্বোচুমাকে এ উপহার দেয়া হয়েছে। তিনি একজন পাদ্রি।

গাম্বোচুমা মুগাবের স্ত্রী গ্রেসের বড় বোন। রোববার তিনি ৬০তম জন্মদিন পালন করেন আর গ্রেস পালন করেন ৫২তম জম্মদিন। হারারের শাম্ভায় মুগাবের একটি খামারে এ উৎসবের আয়োজন করা হয়।

কয়েক বছর ধরে চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে জিম্বাবুয়ে। ব্যাংকগুলোতে নগদ অর্থের চরম সংকট থাকায় টাকা তুলতে লোকজনকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাও মেলে সাধারণত সর্বোচ্চ ১৬০০ টাকা। দেশটির মোট রাজস্বের ৯১ ভাগই যায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে। ২০০০ সালের পর দেশটির অর্থনীতির আকার অর্ধেকে নেমে এসেছে। এএফপি।

পূর্ববর্তী নিবন্ধপর্বতকে টলানো সহজ, লাল ফৌজকে না!
পরবর্তী নিবন্ধঝিনাইদহের শৈলকুপায় ১৭০টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক