শ্বাসকষ্ট নিয়ে শিবচর উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

পপুলার২৪নিউজ ডেস্ক:

শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন মাদারীপুরের শিবচর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান (৬৫)। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।

সামসুদ্দিন খান শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ইউনিটের কমান্ডার ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম।

ডা. সেলিম বলেন, শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। বুধবার শ্বাসকষ্টে মারা গেছেন তিনি।

এদিকে, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী।

উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের ভাতিজা মনির হোসেন বলেন, তিনদিন আগে ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরেও চাচাকে ভর্তি করাতে পারিনি। পরে বাড়িতে ফিরে আসি। মঙ্গলবার চাচার অসুস্থতা বাড়লে বহু কষ্টে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করি। সেখানেই চাচার মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যু যখন অবধারিত তাতে ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধ‘একটি মানুষও যেন কষ্ট না পায়, সেই চেষ্টা করে যাচ্ছি’