দুর্নীতির অভিযোগে দণ্ডিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার লাহোরের পারিবারিক কবরস্থানে শ্বশুরের কবরের পাশে কুলসুমকে দাফন করা হয়েছে।
এদিন সকালে একটি উড়োজাহাজে করে কুলসুমের মৃতদেহ লন্ডন থেকে লাহোরে নেয়া হয় বলে দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।
গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার কুলসুম নওয়াজের মৃত্যু হয়।
ডনের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে নওয়াজ শরিফের ছোট ভাই হামজা শাহবাজসহ পরিবারের সদস্যরা কুলসুমের মৃতদেহ গ্রহণ করেন।
পরে একটি অ্যাম্বুলেন্সে তা শরিফ পরিবারের বাসভবন ‘জাতি উমরায়’ নেয়া হয়। স্থানীয় সময় বিকাল ৫টায় লাহোরের শরিফ মেডিকেল সিটি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শ্বশুরের পাশে কুলসুমকে কবর দেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে কুলসুম নওয়াজের প্রথম জানাজা হয়। নওয়াজ-কুলসুম দম্পতির দুই ছেলে হাসান ও হুসাইন মায়ের মৃতদেহের সঙ্গে পাকিস্তানে আসতে পারছেন না বলে লন্ডনে জানাজার আয়োজন করা হয়। এ দম্পতির মেয়ে আসমাও লন্ডনে বসবাস করছেন।
জানাজায় পরিবারের সদস্যরা ছাড়াও শতাধিক মানুষ অংশ নিয়েছেন। উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট মামনুন হোসেন, সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, সাবেক আইনমন্ত্রী রানা সানাউল্লাহসহ বহু সাবেক-বর্তমান রাজনৈতিক নেতা।