প্রেস রিলিজ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনালী ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানালেন সোনালী ব্যাংক লিমিটেড’ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী । ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৪ আগস্ট ২০২১ তারিখে আয়োজিত জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালন উপলক্ষে ”জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্য” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ আহবান জানান । সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ দেশব্যাপী ব্যাংকের সকল কার্যালয় ও শাখার কর্মকর্তা-কর্মচারীগণ ভার্চুয়ালি যোগদান করেন। পাবলিক রিলেশন্স ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার শামীমা নূর সঞ্চালিত এই আলোচনা সভায় মোঃ আতাউর রহমান প্রধান তার বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে সোনালী ব্যাংকের অবদানের কথা তুলে ধরে বঙ্গবন্ধুর চেতনা ও জীবনাদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনালী স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করার আহবান জানান। সভার শুরুতে ১৫ আগস্ট, ১৯৭৫ এ নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।