শৈলকুপায় ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ৭

জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক-নছিমন সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটা এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।

নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এতে রাস্তার দুপাশে ভারি যানজটের সৃষ্টি হয়েছে। তবে এ ব্যাপারে এখনো পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারিতে উন্নয়নশীল দেশের স্তরে বাংলাদেশ: অর্থমন্ত্রী