শেয়ারবাজার করপোরেট ক্রিকেট এর চ্যাম্পিয়ন মোনার্ক হোল্ডিংস

স্পোর্টস ডেস্ক:

শেয়ারবাজারে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ডেইলি শেয়ারবাজার ডটকমের উদ্যোগে আয়োজিত শেয়ারবাজার করপোরেট ক্রিকেট’২২ এর চ্যাম্পিয়ন হয়েছে মোনার্ক হোল্ডিংস লিমিটেড। গত ২৫ জুলাই থেকে শুরু হয়ে টানা ৩ দিনের আয়োজনে অংশগ্রহণ করেছে ১২ দল।

দলগুলো হলো: বিবিএস ক্যাবলস লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাষ্ট্রিজ, বিজিআইসি, আলিফ ইন্ডাষ্ট্রিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, লাভেলো, ন্যাশনাল পলিমার, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ, শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো. এবং মোনার্ক হোল্ডিংস লিমিটেড

প্রথম রাউন্ডের ১২ দল থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়া বিবিএস ক্যাবলস, ওয়ালটন হাই-টেক ইন্ডাষ্ট্রিজ, বিজিআইসি, আলিফ ইন্ডাষ্ট্রিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আইডিএলসি সিকিউরিটিজ, শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো. এবং মোনার্ক হোল্ডিংস লিমিটেড থেকে ৪ দল সেমি-ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে।

প্রথম সেমি-ফাইনালে আলিফ ইন্ডাষ্ট্রিজ’কে পরাজিত করে মোনার্ক হোল্ডিংস ফাইনালে উঠে আসে। দ্বিতীয় সেমি-ফাইনালে শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানিকে হারিয়ে মোনার্ক হোল্ডিংসের সঙ্গে ফাইনালে মোকাবেলা করে ওয়ালটন হাই-টেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।

ফাইনালে ওয়ালটন হাই-টেক ইন্ডাষ্ট্রিজকে হারিয়ে শেয়ারবাজার করপোরেট ক্রিকেট’২২ এর প্রথম আসরের চ্যাম্পিয়ন হয় মোনার্ক হোল্ডিংস লিমিটেড।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে ভবন থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু
পরবর্তী নিবন্ধমানবতাবিরোধী অপরাধ: খুলনার ৬ জনের মৃত্যুদণ্ড