শেয়ারবাজারে সুশাসন নিশ্চিত করা হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শেয়ারবাজারে সুশাসন নিশ্চিত করা হবে। একই সাথে শেয়ারবাজারে কোনো ত্রুটি থাকলে তা সমাধানের কথাও বলেছেন মন্ত্রী। সোমবার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় অর্থমন্ত্রী স্টেকহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, শেয়ারবাজারের উন্নয়নে আপনারা যে পরামর্শ দিবেন সে আলোকে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আমরা আপনাদের সাথে আরো একবার আলোচনায় বসব।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত সভায় অর্থ সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, সোনালি, অগ্রণী, জনতা ও রূপালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়োজনে শেয়ারবাজারে ট্যাক্স সুবিধা বাড়ানো হবে : এনবিআর চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধড. কালাম স্মৃতি পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে : প্রধানমন্ত্রী