শেষ সময়েও ভোটার উপস্থিতি নেই

সাইদ রিপন:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচন ও ঢাকা উত্তর-দক্ষিণ সিটির ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের শেষ সময়ের দিকেও ভোটার উপস্থিতি নেই বলতে চলে। সাধারণত দুপুর গড়ার পর ভোটার উপস্থিতি বাড়ার প্রবণতা থাকলেও এ ভোটে তা লক্ষ করা যায় নি।
বৃৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
সকালে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম ছিল। দুপুরেরর দিকে  ভোটার উপস্থিতি একটু বাড়লেও পরে আবার কমে যায়।
বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। দুই একজন করে ভোটার আসছেন। ভোটগ্রহণ কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন।
শেষ সময়ও ভোটার উপস্থিতি নেই কেন এমন প্রশ্নের উত্তরে এক সহকারি প্রিজাইডিং কর্মকর্তা বলেন, যারা আসছে তাদের ভোট আমরা নিচ্ছি। সাধারণত শেষদিকে ভোটার চাপ থাকে। তবে এখনে সেই চাপ নাই।
আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭৭৫ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মহসিন আহমেদ চৌধুরী বলেন, এখানে মোটা ভোটার ২৪০১ জন। দুপুর ১টা পর্যন্ত ২১ শতাংশ, দুপুর ২টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে। সকালে ভোটার সংখ্যা কম ছিল, দুপুরে ভোটার উপস্থিতি ভাল ছিল, শেষ দিকে আবার ভোটার উপস্থিতি কম।
পূর্ববর্তী নিবন্ধভোটের দায়িত্ব পালনের সময় প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
পরবর্তী নিবন্ধভোটগ্রহণ শেষে চলছে গণনা