শেষ দিনে মনোনয়নপত্র বাতিল হল যাদের

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল-নিষ্পত্তির শেষ দিন আজ শনিবার।

সকাল ১০ টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে। শেষ দিনে বাকি ২৩৩ জনের আপিল শুনানি শুরু হয়েছে।

শেষ দিন আপিলে যাদের মনোনয়ন বাতিল হয়েছে-

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্রগ্রাম-৫), মাওলানা আবু সাঈদ (চট্রগ্রাম-১১) এরশাদুর রহমান (নেত্রকোণা-১), মো. জাকির হোসেন (নেত্রকোণা-৫), শফী আহমেদ (নেত্রকোণা-৪), মো. ওয়ালিদুল (ময়মনসিংহ-৪), সামীউল আলম (ময়মনসিংহ-৩), এমএ রাজ্জাক খান (ময়মনসিংহ-৭), আলমগীর কবির (ময়মনসিংহ-৯), মাসুম বিল্লাহ (জামালপুর-৩), এসএম আসরাফুল হক (ময়মনসিংহ-১১), আহসানুল আলম কিশোর (কুমিল্লা-৩), রুহুর আমিন চৌধুরী (কুমিল্লা-১০)।

এর আগে দুদিনের শুনানিতে প্রার্থিতা ফেরত পেয়েছেন ১৫৮ জন। বাতিল বা খারিজ হয়েছে ১৪১ জনের আপিল।

দুই দিনে ৩১০টি আপিল শুনানি করে ইসি। বাকিগুলো পেন্ডিং রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২৪০ আসনে আ.লীগের প্রার্থী চূড়ান্ত : কাদের
পরবর্তী নিবন্ধহাসনা হেনার মুক্তি দাবিতে ক্লাস বয়কটের হুমকি