শেষ আটেই শেষ বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন

স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল যেভাবে, শেষটাও হলো সেভাবে। ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ৯৭ রানে অল আউট হয়ে ৭ উইকেটে ম্যাচ হার।

শনিবার প্রি- সেমিফাইনালের লড়াইয়ে ভারতের কাছেও বাজেভাবে হার যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের। অ্যান্টিগায় টস হেরে ব্যাটিং করতে নেমে ১১১ রানে থেমে যায় আইচ মোল্লাদের ইনিংস। ভারত সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ৫ উইকেটে ১১৫ বল হাতে রেখে।

পচেফষ্ট্রুমে এই ভারতকে হারিয়ে বাংলাদেশ জিতেছিল প্রথম বৈশ্বিক শিরোপা। আকবর আলীরা উড়িয়েছিল বিজয়ের পতাকা। কিন্তু দুই বছরেই হাতছাড়া স্বপ্নের শিরোপা। রাকিবুল, নাবিল, আইচ, মেহরবরা বাজে পারফরম্যান্সে স্রেফ হতাশ করেছেন।

বিশ্বকাপের আগে ভারতের কাছে হেরে এশিয়া কাপের ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। সেবারও ব্যাটিং ব্যর্থতায় ডুবেছিল আশার সূর্য। এবারও তাই। বড় মঞ্চে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে একেবারেই নিষ্প্রভ মাহফিজুল, ইফতেখার, আরিফুল, ফাহিমরা।

এবারও তার ব্যক্তিক্রম হয়নি। টস হেরে ব্যাটিং করতে নেমে ৫৬ রান তুলতেই ৭ উইকেট নেই বাংলাদেশের। সেখান থেকে দলীয় রান একশ হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা দলকে উদ্ধার করলেন মেহরব হাসান ও আশিকুর রহমান। দুজনের ৫০ রানের জুটিতে বাংলাদেশের দলীয় রান একশ পেরিয়ে যায়। কিন্তু তাদের জুটি ভাঙার পর আবার ওলটপালট বাংলাদেশের ইনিংস। তালগোল পাকানো ব্যাটিংয়ে ১১১ রানেই অল আউট বাংলাদেশ।

জুটির রান মাইলফলকে পৌঁছার পরপরই হাল ছেড়ে দেন মেহরব। অফ স্পিনার আংক্রিশকে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পড হন সর্বোচ্চ ৩০ রান করা মেহরব। যুব ক্রিকেটে এটাই অফস্পিনারের প্রথম উইকেট।

ওই ওভারেই সঙ্গী আশিকুরও ফিরে যান। মিস ফিল্ডিংয়ে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন ১৬ রান করা আশিকুর। শেষ ব্যাটসম্যান হিসেবে সাকিব হাওয়ায় ক্যাচ উঠালে তা তালুবন্দি করে বাংলাদেশকে লজ্জায় ডুবান ওসটাল।

এর আগে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই বাজেভাবে শুরু করে শিরোপাধারীরা। পেসার রবির কুমারের বোলিং তোপে রান তোলাই যেন ভুলে যান ব্যাটসম্যানরা।

উইকেট ছিল খানিকটা মন্থর। তবে সকালে বোলাররা সুবিধা পাবে তা জানা সবারই। প্রথম পাওয়ার প্লে’র ১০ ওভারে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২০। পরের ১০ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয় আরো ২৮ রান। ২১তম ওভারে বাংলাদেশের স্কোর ৫০ স্পর্শ করে।

বাঁহাতি পেসার রবি প্রথম স্পেলে নেন ৩ উইকেট। ৫ ওভারের স্পেলে ৫ রানে তার শিকার ৩ টপ অর্ডার ব্যাটসম্যান। শুরুতেই মাহফিজুল ইসলামকে ভেতরে ঢোকানো বলে বোল্ড করেন ২ রানে। পরের ওভারে ফিরে বাঁহাতি ওপেনার ইফতেখার হোসেনকে পয়েন্টে তালুবন্দি করান।

অষ্টম ওভারে তার শিকার নাবিল। দ্বিতীয়বারের মতো যুব বিশ্বকাপ খেলতে যাওয়া নাবিল হতাশ করেন। প্রায় বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন বাঁহাতি ব্যাটসম্যান।

পূর্ববর্তী নিবন্ধইয়াসির দায়িত্বে থাকলে আমি খেলবো না: মিরাজ
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত