শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

শেরপুর প্রতিনিধি : ‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এই মেলার উদ্বোধন করা হয়। শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়স্থ ডিসি উদ্যানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

এবারের মেলায় শেরপুরের ৫ উপজেলার ৩টি বয়সভিত্তিক ক্যাটগরিতে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রকল্প উপস্থাপন করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোকসেদুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকম দামে পণ্য কিনতে ১ কোটি মানুষ পাবে বিশেষ কার্ড
পরবর্তী নিবন্ধপ্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩০ লাখ মানুষ