শেবাচিম হাসপাতালে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

বরিশাল প্রতিনিধি :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট উদ্ধার কাজ করছে।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেডিসিন ওয়ার্ডের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

বরিশাল ফায়ার সার্ভিস সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এছাড়া রোগী ও তাদের স্বজনদের নিরাপদে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, মেডিসিন ওয়ার্ডের রোগীদের বেডের ফোম রাখার রুমে আগুন লেগে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এতে আগুন বেশি না ছড়ালেও পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় পুরো ভবনে ধোঁয়া দেখে সবাই আতঙ্কিত হয়ে দিগবিদিক ছোটাছুটি শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও নিয়ন্ত্রণে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী অর্থনীতি বিকাশে কাজ করছে জেনিথ ইসলামী লাইফ: কামালুদ্দিন জাফরী
পরবর্তী নিবন্ধভারতে ২৪২০ টন অনুমোদনের বিপরীতে ইলিশ গেছে ৫৩৩ টন