শেন ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়ার কারণে পেছাল হান্ড্রেডের ড্রাফট

স্পোর্টস ডেস্ক : শেন ওয়ার্নের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এক সপ্তাহ পেছাল ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা দ্য হান্ড্রেডের পুরুষদের ড্রাফট ও নতুন নারী খেলোয়াড়দের চুক্তি ঘোষণার দিন।

নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল। ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়া হবে ৩০ মার্চ, ড্রাফটের প্রাথমিক সূচি ছিল ওই দিন। ওই দিন স্পিন কিংবদন্তির অনেক স্মৃতি বিজড়িত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন ক্রিকেটপ্রেমীরা।

গত মৌসুমে উদ্বোধনী আসরে লন্ডন স্পিরিটের পুরুষ দলের প্রধান কোচ ছিলেন ওয়ার্ন। গত ৪ মার্চ থাইল্যান্ডে বেড়াতে গিয়ে মারা যান ৫২ বছর বয়সী স্পিন রাজা। তাকে সম্মান জানাতেই ড্রাফট পেছানো হলো।

দ্য হান্ড্রেড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘শেন দ্য হান্ড্রেডের অনেক প্রিয় ব্যক্তিত্ব ছিলেন এবং লন্ডন স্পিরিটের পুরুষ দলের কোচ হিসেবে প্রতিযোগিতা শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রতিযোগিতা সংশ্লিষ্ট প্রত্যেকে তাকে অনেক মিস করবে।’

১০০ বলের টুর্নামেন্টের দ্বিতীয় আসরের পর্দা উঠবে ৩ আগস্ট।

পূর্ববর্তী নিবন্ধটানা তৃতীয় দিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও বাংলাদেশ পরস্পর সম্পর্কযুক্ত: প্রাণিসম্পদ মন্ত্রী