তিনি বলেছেন, যার হাত ধরে দেশের স্বাধীনতা রক্ষা হয়েছে সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে কখনো দেশের স্বার্থবিরোধী চুক্তি হবে না।
আওয়ামী লীগের এ নেতা জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশের সমস্যা সমাধানে দ্বি-পাক্ষিক আলোচনা হবে। এ সফরে যেসব চুক্তি স্বাক্ষর দেশে ফিরে প্রধানমন্ত্রী তা অবশ্যই জানাবেন।
বুধবার দুপুরে সদর উপজেলার হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
প্রধানমন্ত্রীর ভারত সফরকালে যেসব চুক্তি হবে তা জাতিকে জানাতে বিএনপির দাবি প্রসঙ্গে হানিফের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিএনপির ভারত বিরোধী রাজনৈতিক খেলা এবার কাজে লাগবে না।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল লতিফসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।