তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, গঙ্গা চুক্তি শেখ হাসিনার সরকার করেছে। একটু সময় লাগতে পারে। তবে তিস্তা চুক্তিও শেখ হাসিনার হাত ধরেই হবে।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শুক্রবার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর (দক্ষিণ) কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে। সবকিছু বিবেচনা করেই তাদের একটা সিদ্ধান্ত নিতে হয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘এজন্যই হয়তো তিস্তা চুক্তি হতে সময় লাগছে। এবার না হলে পরেরবার হবে। তবে এটা নিশ্চিত যে, তিস্তা চুক্তি শেখ হাসিনা সরকারের সময়েই হবে।’
তিনি আরও বলেন, ‘৪১ বছর ধরে ঝুলে থাকা সীমান্ত চুক্তি হয়েছে। সীমান্তে এখন শান্তি বিরাজ করছে। সমুদ্র বিজয় হয়েছে। এগুলো এ সরকারই করেছে। সুতরাং দেশের স্বার্থ বজায় রেখে সব হবে। শুধু সময়ের ব্যাপার।’
সেতুমন্ত্রী বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, এই সরকার দেশের স্বার্থ, সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে কোনো কিছুই করবে না। ভারতের সঙ্গে সামরিক-বেসামরিক যেকোনো চুক্তিই হবে সমতার ভিত্তিতে।