পুরুচেরির লে: গর্ভনর কিরন বেদি বাংলাদেশকে বিশ্বের অন্যতম দ্রুততম উন্নয়নগামী দেশে পরিণত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী আজ পুদুচেরিতে কিরন বেদির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্ব যে কিভাবে একটি জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারে, শেখ হাসিনা তার উজ্জল দৃষ্টান্ত। আজ বিকেলে এখানে প্রাপ্ত এক বার্তায় এ খবর জানা য়ায়।
বেদি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। এই দুই নেতার মধ্যকার সম্পর্ক প্রতিবেশি এই দুটি দেশকে সম্পর্কের উচ্চ মাত্রায় নিয়ে যাবে। দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরো শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সফরকালে বাংলাদেশের হাইকমিশনার পুদুচেরির মুখ্যমন্ত্রী নারায়নসামীর সঙ্গেও সাক্ষাৎ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এই সম্পর্ক আরো জোরদার হয়েছে। তিনি বলেন, এই ঐতিহাসিক সম্পর্কে আমরা আস্থাশীল ও সন্তুষ্ট।