শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আপন জুয়েলার্সের মালিক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নোটিশ অনুযায়ী শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে গেছে আপন জুয়েলার্স ও দ্য রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তারা সেখানে পৌঁছায়।

আপন জুয়েলার্সের পক্ষে এর অন্যতম মালিক দিলদার আহমেদ ও তাঁর দুই ভাই এবং ‘দ্য রেইনট্রি হোটেলের পক্ষে তাদের এক আইনজীবী রয়েছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সাইফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি। গত ২৮ মার্চ দ্য রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে দুই ছাত্রী জানান, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাঁদের নেওয়া হয়। সেখানে ধর্ষণের শিকার হন তাঁরা।

পূর্ববর্তী নিবন্ধমেসিই পাচ্ছেন গোল্ডেন শু
পরবর্তী নিবন্ধকাফরুলে সৌদিপ্রবাসীর স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার