শুরুতে ৫হাজার করোনা পরীক্ষা করা যাবে সিলেট ওসমানীতে

নুর উদ্দিন : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলছে করোনা ল্যাব তৈরীর কাজ। গতকাল সোমবার করোনা ভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর মেশিন ও সরঞ্জাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে। সোমবার সকালে ঢাকা থেকে প্রশিক্ষিত লোকজন মেশিনটি নিয়ে এলে সেটি গ্রহণ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান। পরে সকাল থেকেই শুরু হয় মেশিন স্থাপন ও ল্যাব তৈরির কাজ।
এই ল্যাব সম্পূর্ণ প্রস্তুত হতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়।
তিনি আরো জানান, করোনা পরীক্ষার জন্য শুরুতেই ওসমানী হাসপাতালে ৫ হাজার কিট থাকবে। এরমধ্যে ৫০০ কিট মেশিনের সাথেই চলে এসেছে। আর বাকি সাড়ে ৪ হাজার কিট শিঘ্রই হাসপাতালে এসে পৌছাবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমনের পর থেকে পরীক্ষার ল্যাব না থাকায় প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করছিল। কেননা সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পাঠানো ঢাকায়। পরীক্ষা শেষে রিপোর্ট আসতে সময় লাগে ২-৩ দিন। এরমধ্যে ঢাকার বাইরে তিনটি স্থানে করোনা পরীক্ষার ল্যাব তৈরির সিদ্ধান্ত নেয় আইইসিডিআর। কিন্তু ঢাকার বাইরে যে তিনটি স্থানে ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া হয় সেই তালিকায় ছিল না সিলেট।
এসব খবর পৌঁছায় সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে। এরপরই সিলেটে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের প্রক্রিয়া শুরু করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলে ব্যবস্থা করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের।
পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে মাত্র কয়েকদিনেই সেই ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। আর মাত্র ২-৩দিনের মধ্যেই সিলেটে শুরু হবে করোনা পরীক্ষা। ফলে আর সন্দেহভাজন রোগীদের নমুনা পাঠানো লাগবে না ঢাকায়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সুত্র জানায়, কলেজের অধ্যক্ষ প্রফেসর ময়নুল হকের তত্ত্বাবধানে ল্যাব স্থাপনার কাজ চলছে। মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের বেশ কয়েকজন শিক্ষক আগে থেকেই এ বিষয়ে ট্রেনিং প্রাপ্ত। পুরো মেশিনারিজের মধ্যে ২৯টি বিভিন্ন ধরনের ট্যাকনিক্যাল আইটেম রয়েছে। ডায়াগনস্টিক যে কিট সাথে রয়েছে তা দিয়ে একবারে ২০০ এর অধিক নমুনা পরীক্ষা করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে করোনার চাল কালোবাজারে বিক্রি: আটক ২
পরবর্তী নিবন্ধসিলেটে বেদে পল্লীতে খাদ্য উপকরণ পৌঁছে দিলেন পুলিশ সুপার