পপুলার২৪নিউজ ডেস্ক: সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ অরভিন।
তবে ব্যাট করতে নেমে সাবলীল ছিলেন না সফরকারী দলের দুই ওপেনার প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজা। রান পেতে ভুগছিলেন তারা। প্রথম ৬ ওভারে কোনো রানের খাতা খুলতে পারেননি এ জুটি।
স্বভাবতই চাপ বাড়ছিল। তা কাটাতে গিয়ে সাজঘরে ফিরলেন কাসুজা। আবু জায়েদের বলে গালিতে তার দুর্দান্ত ক্যাচ ধরেছেন নাঈম হাসান। এ রিপোর্ট লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৯ রান।
মিরপুরের উইকেট স্পিনবান্ধব। সেই কথা মাথায় রেখে দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। তাইজুল ইসলামের সঙ্গে একাদশে রয়েছেন তরুণ স্পিনার নাঈম হাসান।
পেস আক্রমণ সামলানোর দায়িত্বে আবু জায়েদ রাহীর সঙ্গে আছেন এবাদত হোসেন। আর ব্যাটিংয়ে তামিম ইকবালের সঙ্গে ওপেন করবেন সাইফ হাসান। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টে আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হলেও তাকে আরেকটি সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
দলে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেগ অরভিন (অধিনায়ক), ব্র্যান্ডন টেলর (উইকেটরক্ষক), টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, এন্সলে এনদিলোভু, ভিক্টর নায়াউচি ও চার্লটন টিসুমা।