এই কোহলিকে নিয়ে অজিদের দুশ্চিন্তার অন্ত ছিল না। তাকে কীভাবে থামানো যায় তা নিয়ে সাবেক ও বর্তমান অজি ক্রিকেটাররা মেতেছিল আলোচনায়। এসেছিল স্লেজিংয়ের বিষয়টিও। পুনে টেস্টে কী তবে স্লেজিংয়ের শিকার হয়ে ফিরলেন কোহলি? সেটার সম্ভাবনা কম। কারণ কোহলি খেলেছেন মাত্র ২ বল। স্লেজিং করার জন্যও তো একটা সময়ের দরকার। ০ রানে যখন ভারত অধিনায়ক প্যাভিলিয়নে ফিরছেন তখন ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ চাপে পড়ে গেছে।
৯ উইকেটে ২৫৬ রান নিয়ে প্রথম দিন শেষ করা অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন খেলার শুরুতেই ২৬০ রানে অলআউট হয়ে যায়। আগের দিন চোট নিয়ে মাঠ ছাড়া ওপেনার ম্যাট রেনশ সর্বোচ্চ ৬৮ রান করেন। এছাড়া ৫৭ রানে অপরাজিত থাকা মিচেল স্টার্ক দ্বিতকীয় সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া আর কোনো অজি ব্যাটসম্যানের পঞ্চাশোর্ধ ইনিংস নেই। বল হাতে বরাবরের মতই ভয়ঙ্কর রবিচন্দ্রন অশ্বিন। নিয়েছেন ৩ উইকেট। তার স্পিন সঙ্গী রবিন্দ্র জাদেজা নিয়েছেন ২টি। তবে সবচেয়ে বেশি ৪ উইকেট নিয়ে তাক লাগিয়েছেন পেসার উমেশ যাদব।
জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানেই প্রথম উইকেট হারায় ভারত। হ্যাজেলউডের বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ফিরেন মুরালি বিজয় (১০)। এরপর মঞ্চে আবির্ভাব মিচেল স্টার্কের। ভারতের দলীয় ৪৪ রানে এক বলের ব্যবধানে তুলে নেন চেতেশ্বর পুজারা (৬) এবং অধিনায়ক বিরাট কোহলি (০) উইকেট। পিটার হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাঞ্চের আগে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৭০ রান। স্মিথ বাহিনীর চেয়ে তারা এখনও ১৯০ রান পিছিয়ে।