পপুলার২৪নিউজ ডেস্ক:নিজে যেমন গোল করতে মুখিয়ে থাকেন তেমনি সতীর্থদের দিয়ে গোল করাতেও সমান স্বাচ্ছন্দ্য বোধ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। নতুন বছরে সতর্থীদের দিয়ে গোল করাতে বেশি মনোযোগী হতে চান ইব্রা।
এ সম্পর্কে তিনি বলেন, “আমি আরো বেশী সহযোগিতা করতে পারলে খুশি হবো। আমার কাছে অন্যকে সহযোগিতা করার অর্থ হচ্ছে নিজেই গোল করা। এটা খেলারই একটি অংশ। ”
ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই থেকে প্রিমিয়ার লিগে যোগ দেবার পর থেকেই ইব্রাহিমোভিচ গোল করার ক্ষেত্রে নিজেকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে করেছেন ১৭টি গোল। ৩৫ বছর বয়সী এই সুইডিশ নিজের বয়সকে পিছনে ফেলে প্রিমিয়ার লিগে গোল করার ক্ষেত্রে দারুণ ছন্দে রয়েছেন। ২০১৬ সালে সর্বমোট ৫০টি গোল করেছেন।
ইব্রা আরো বলেন, “ফুটবলটা হচ্ছে দলের জন্য খেলোয়াড়রা কী করছে-সেটা বিচার করা। কেউ যদি গোল করার ক্ষেত্রে বেশি মনোযোগী হয় তবে ধরে নিতে হবে দল নয় সে নিজেকে নিয়েই ব্যস্ত। আমি এখানে আমার দলকে সহযোগিতা করতে এসেছি। আমি ক্লাবের জন্য শিরোপা জিততে চাই। ”
ইব্রাহিমোভিচের ফর্মের ওপর ইউনাইটেডের এগিয়ে যাওয়া অনেকখানি নির্ভর করছে। ১৯ রাউন্ড শেষে ইউনাইটেড শীর্ষ ৪ জনের থেকে ৩ পয়েন্ট পিছিয়ে আছে।