শুক্রবার সৌদিতে ঈদ

নিউজ ডেস্ক : সৌদি আরবে শুক্রবার (১৬ জুন) ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুসলমানদের জন্য পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সে দেশে। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরেও শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার ঈদ উপযাপিত হবে সেখানেও। এদিকে চাঁদ দেখতে পায়নি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুসলমানরা।

তারা শনিবার ঈদ উদযাপন করবেন। এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী শুক্রবার সেখানে ঈদ।

এর আগে সুপ্রিম কোর্ট জানায়, ২৯ রমযান ইফতারের পর চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ উল ফিতর। অন্যথায় ঈদ হবে শনিবার। কিন্তু চাঁদ দেখা যাওয়ায় শুক্রবারই ঈদ হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধউদ্বোধনী ম্যাচে সৌদি আরবেকে বিধ্বস্ত করলো রাশিয়া
পরবর্তী নিবন্ধটানা বর্ষণ: রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি