শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

শীর্ষ সন্ত্রাসী জিসানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এছাড়া ইন্টারপোলের তালিকাভুক্ত বাকি অপরাধীদেরও আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীর স্বামিবাগ এলাকার লোকনাথ মন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জিসানকে দেশে এনে আইনের মুখোমুখি করা হবে। জিসানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যাসহ ১১টিরও বেশি মামলা রয়েছে। তাই তাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার বিভাগের মাধ্যমে আইনের মুখোমুখি করা হবে। এরই মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশা করছি, শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনতে পারব।’

তিনি বলেন, ‘শুধু জিসানই নন, অপরাধী যেই হোন না কেন কোনো ছাড় পাবেন না। অপরাধী দেশে কিংবা বিদেশে, যেখানেই থাকুন না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে। এখনো যারা ইন্টারপোলের তালিকায় রয়েছেন, তাদের সবাইকে এভাবে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের প্রচারণা শিবিরে ইরানের সাইবার হামলা
পরবর্তী নিবন্ধদ্বিপাক্ষিক বৈঠকে হাসিনা-মোদি