নিজস্ব প্রতিবেদক
কথায় বলে মাঘের শীত বাঘের গায়। তবে নিম্নচাপের প্রভাবে এবার যেন পৌষেই নামলো মাঘের শীত।আবহাওয়া অধিদপ্তর বলছে শীগ্রই আসছে শৈত্যপ্রবাহ।
সে কারণে বাড়ছে শংকা। কীভাবে কাটবে পুরো শীতকাল? কী হবে শিশু ও বয়োবৃদ্ধদের নিয়ে? মৌসুমের শুরুতেই এমন শীততাণ্ডবে কাবু হয়ে পড়েছে দেশের নদীর তীরবর্তী অঞ্চলের প্রান্তিক মানুষেরা।
এমন সময় যমুনাতীরের জেলা সিরাজগঞ্জের এক হাজার একশত প্রান্তিক
পরিবারের মধ্যে শীতসামগ্রী বিতরণ করেছে সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি। চলতি শীত মৌসুমের প্রথম ১০ দিনেই দুই ধাপে এসব সামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি (সিরাজগঞ্জ ইউনিট ৪)। প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান এবং কোম্পানীর সচিব সুনীতা বড়ুয়া গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
রোববার (২৩ ডিসেম্বর) বেলা দুইটার দিকে জেলার সদর উপজেলার মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দ্বিতীয় দিনের মতো ত্রান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সাড়ে ছয়শত পরিবারের মধ্যে শীতসামগ্রী বিতরণ করে প্রতিষ্ঠানটি।
এর আগে গত মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের শীতার্ত সাড়ে চারশত প্রান্তিক পরিবারের মাঝে শীতসামগ্রী বিতরণ করেছিল প্রতিষ্ঠানটি। ওইদিন উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এসব ত্রাণ বিতরণ করা হয়।
কোম্পানীর সচিব জানিয়েছেন, সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং সিঙ্গাপুরের সেম্বকর্প ইউটিলিটিস একটি যৌথ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ এ ৪১৪ মেগা ওয়াটের একটি ডুয়েল ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, যা গত ১০ অক্টোবর থেকে জাতীয় গ্রীডে ২৮২ মেগা ওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সেম্বকর্পের প্রজেক্ট ম্যানেজার টাং শাওজুন, প্ল্যান্ট ম্যানেজার কারুপিয়াহ লক্ষ্মানান এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির শফিকুল ইসলাম, সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের বাংলাদেশ, সিঙ্গাপুর ও চায়নার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামীতেও সিরাজগঞ্জবাসী তাদের পাশে পাবে বলে ত্রাণ বিতরণকালে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন বলে এক ই-মেইল বার্তায় জানিয়েছেন সুনীতা বড়ুয়া।