শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর নিহতের ঘটনায় আটক ১০

জেলা প্রতিনিধি:যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) তিন কিশোর নিহতের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর পৌনে ১২টায় অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ বন্দী নিহত হয়। আহত হয় আরও ১৪ জন। সেসময় কিশোরদের নিজেদের মধ্যে সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

কিন্তু হাসপাতালে ভর্তি বন্দী কিশোররা জানায়, কর্মকর্তা ও আনসার সদস্যদের বেধড়ক মারপিটে শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দীদের এ হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাও প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।

শিশু উন্নয়ন কেন্দ্রে নিহতরা হলো, বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্ব পাড়ার নান্নু পরমানিকের ছেলে নাঈম হোসেন (১৭), একই জেলার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের আলহাজ নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৮) এবং খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮)।

 

পূর্ববর্তী নিবন্ধ১৫ আগস্ট মিলাদ-মাহফিল করবে বিএনপি
পরবর্তী নিবন্ধযত দিন বেঁচে আছি এতিমদের পাশে আছি : প্রধানমন্ত্রী