শিশুদের জন্য খেলনা চাইলেন তাহসান

পপুলার২৪নিউজ ডেস্ক:
নতুন কিংবা পুরনো ব্যবহারযোগ্য খেলনা চাইলেন তাহসান খান। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে খেলনার ফেরিওয়ালা ‘টয়েস-আর-ইওরস’ তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘গ্র্যান্ড কালেকশন ডে’।
১০ নভেম্বর দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত গুলশানের ক্যাডেট কলেজ ক্লাব প্রাঙ্গণে হবে এই আয়োজন। সে অনুষ্ঠানের জন্যই ভক্তদের কাছে খেলনা চেয়েছেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এ অনুষ্ঠানের বিস্তারিত তথ্য শেয়ার করেন তিনি। বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে বরাবরের মতো এবারও উপস্থিত থাকব। আমাদের আশপাশে অনেক শিশু আছে, যারা খেলার জন্য ন্যূনতম খেলনাটাও পায় না। আমাদের উচিত তাদের পাশে দাঁঁড়ানো। আমার-আপনার দেওয়া একটি খেলনাও হাসি ফোটাতে পারে একজন সুবিধাবঞ্চিত শিশুর মুখে। আশা করি আমার ভক্তরাও এ আয়োজনে যোগ দেবেন। ’

এ অনুষ্ঠানের উদ্যোক্তা ক্যাডেট ফোরাম।
বিস্তারিত জানা যাবে তাদের ফেসবুক পেজে—https://www. facebook.com/ events/ 138267803596448/

 

পূর্ববর্তী নিবন্ধনম্রতার সম্মতিতেই সম্পর্ক হয়েছিল: ঋতব্রত
পরবর্তী নিবন্ধযুদ্ধজাহাজ নির্মাণে নৌবাহিনীর শক্তি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে:রাষ্ট্রপতি