বিনোদন ডেস্ক : পর্নকাণ্ডে গত বছরের ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছিল শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। এরপর দুই মাস কারাগারে থাকার পর গত ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপির বিনিময়ে তার জামিন মঞ্জুর করেন মুম্বাই আদালত।
রাজ কুন্দ্রা কারাগার থেকে ছাড়া পাওয়ার থেকে এখন সকলেরই নজর রয়েছে তার দিকে। তিনি কখনও কোথায় যাচ্ছেন সেটিও বন্দি হয়ে যাচ্ছে পাপারাজ্জিদের ক্যামেরায়।
কিন্তু নতুন খবরটি হলো- স্ত্রী শিল্পা শেঠির নামে নিজের ৩৮ কোটি ৫ লাখ রুপির সম্পতি হস্তান্তর করে দিয়েছেন রাজ কুন্দ্রা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- শিল্পার নামে হস্তান্তর করা ৩৮ কোটি ৫ লাখ রুপির সম্পত্তির মধ্যে যুক্ত রয়েছে রাজের জুহুর বাংলোটিও।