পপুলার২৪নিউজ প্রতিবেদক :
জাতির প্রতিটি আন্দোলন ও অর্জনে এদেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা তাদের সৃজনশীল কর্ম নাটক, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকর্মসহ শিল্পের অন্যান্য শাখার মাধ্যমে তাঁদের অপরিসীম অবদান রেখেছেন। হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যের ধারক-বাহক শিল্পী ও সংস্কৃতিকর্মীরা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে,মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে নি:স্বার্থভাবে অবদান রেখে চলেছেন।
তাঁদের অবদানকে সম্মান জানাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে প্রদান করা হচ্ছে ‘শিল্পকলা পদক’। দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণিজনদের কর্মকে মূল্যায়ন করে সংস্কৃতির বিকাশ সাধনের লক্ষ্যে এই সম্মাননা প্রদান করা হয়।বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর সাতজনকে ‘শিল্পকলা পদক ২০১৮’ প্রদান করা হচ্ছে।
সেই ধারাবাহিকতায় এ বছর ‘শিল্পকলা পদক ২০১৮’ পাচ্ছেন দেশবরেণ্য সাতজন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে- কণ্ঠসঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিসরূপ ‘শিল্পকলা পদক ২০১৮’ পাচ্ছেন গৌর গোপাল হালদার, যন্ত্রসঙ্গীতে সুনীল চন্দ্র দাস, নাট্যকলায় ম. হামিদ, লোকসংস্কৃতিতে মিনা বড়ুয়া, চারুকলায় অলকেশ ঘোষ, নৃত্যকলায় শুক্লা সরকার এবং আবৃত্তিতে তাৎপর্যবহ এই পদক পাচ্ছেন অভিনয় ও বাচিকশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।
আগামী ১৮ জুলাই রোজ বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পকলা পদক ২০১৮ প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী শিল্পীদের হাতে পদক তুলে দিবেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এ বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী জানান, শিল্পকলা পদকের নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য গুণিজন নির্বাচন করে থাকেন। ‘শিল্পকলা পদক’-এর জন্য নির্বাচিত গুণিজনদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, এক লক্ষ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হয়।
পদক প্রদানের জন্য তালিকাভুক্ত ক্ষেত্র ১০টি: কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি। তালিকাভুক্ত ক্ষেত্র হতে নির্বাচিত ৭টি ক্ষেত্রে প্রতি বছর ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়।