স্পোর্টস ডেস্ক:
বাংলাওয়াশ সিরিজের ফাইনালে আজ মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের লড়াকু ইনিংসে ভর করে নিউজিল্যান্ড তোলে ১৬৩ রান। তাতে ফাইনাল জিততে বাবর আজমদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রানের।
আগের ম্যাচে ছিলেন না উইলিয়ামসন। বিশ্রাম শেষে ফিরেছেন এই ম্যাচে। এসেই খেললেন অধিনায়কোচিত এক ইনিংস। প্রথম ওভারের শেষ বলে ফিন অ্যালেন ফেরার পর তার লড়াইয়ের শুরু। এরপর ৩৮ বল খরচায় তিনি খেলেছেন ৫৯ রানের ইনিংস। ইনিংসটা সাজিয়েছেন ৪টি চার আর ২টি ছক্কায়।
উইলিয়ামসন অবশ্য লড়াইটা লড়েছেন একাই। ইনিংসে আর কেউ যে ৩০ রানও ছুঁতে পারেননি! ফিন অ্যালেনের পর ডেভন কনওয়ে ফিরেছেন ১৪ রান করে। এরপর গ্লেন ফিলিপস খেলেন দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানের ইনিংস। আর মার্ক চ্যাপম্যান করেন ১৯ বলে ২৫ রান। শেষ দিকে জিমি নিশামের ১০ বলে ১৭ রানের ইনিংসে নিউজিল্যান্ড পায় ১৬৩ রানের পুঁজি।
পাকিস্তানের হয়ে হারিস রউফ দারুণ বল করে ২২ রানে নিয়েছেন ২ উইকেট। নাসিম শাহ ছিলেন খরুচে, ২ উইকেট শিকারে তিনি খরচ করেছেন ৩৮ রান। এছাড়াও শাদাব খান আর মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট শিকার করেন।