শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটেও ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি:

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় মাঝ নদীতে আটকা পড়েছে ৭টি ফেরি। এসব ফেরি নদীতে নোঙর করে রাখা হয়েছে।

সোমবার (১৮জানুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে নদীতে ঘন কুয়াশা সৃষ্টি হলে এ নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সকালে জানান, মধ্যরাতে নদীতে কুয়াশা পড়ায় ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।

এ নৌরুটে মোট ১৭টি ফেরি মধ্যে ৭ ফেরি মাঝ পদ্মা ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

অপরদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটেও সোমবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি ও লঞ্চসহ সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি।

পূর্ববর্তী নিবন্ধসিনেট থেকে পদত্যাগ করলেন কমলা হ্যারিস
পরবর্তী নিবন্ধঅভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই