শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে: আশা জাপানি রাষ্ট্রদূতের

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেছেন, আশা করি শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। এ জন্য জাপানসহ বিশ্ব সম্প্রদায় অবদান রাখবে।

মঙ্গলবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে আন্তর্জাতিক শান্তি দিবসের আলোচনা এবং ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল পিস বিল্ডিং: ডিসকোর্স ফ্রম জাপান বিইয়ন্ড’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও জাপান একে অন্যকে সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীতে যে অবদান রাখছে- তা প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন, মিয়ানমার থেকে ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাপান তাদের জন্য বাংলাদেশকে সহযোগিতা করে যাচ্ছে। আশা করি দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী এ বিষয়ে মিয়ানমার ও দেশটির সামরিক বাহিনীকে আহ্বান জানিয়েছে। জাপান বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছে। শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ যে অবদান রাখছে তা প্রশংসার দাবি রাখে। সার্বিক বিষয়ে বাংলাদেশ ও জাপান একে অন্যকে সহযোগিতা করে যাচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশ তথাকথিত তলাবিহীন ঝুড়ি থেকে আজ মধ্য আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বা বিশ্বের অনেক দেশ থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো। ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের গড় আয়ু বেশি। তাছাড়া সব খাতেই বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে।

তিনি বলেন, ভুটানের জনসংখ্যার চেয়ে বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে বাস করে। তবে আমি বলতে পারি রোহিঙ্গা ক্যাম্প এখনও নিউইয়র্ক সিটি থেকেও নিরাপদ রয়েছে। আর এটি সম্ভব হয়েছে বাংলাদেশের শান্তিপূর্ণ স্বভাবের জন্যই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রাশেদ-উজ-জামান বলেন, আমরা যুদ্ধের কথা বলি, তবে এটি সত্য ২১ শতকে এখনও তুলনামূলকভাবে বিশ্ব সবচেয়ে শান্তিপূর্ণ রয়েছে।

বিসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বিশ্বের অন্যতম দেশ হিসেবে অবদান রেখে যাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, একজন পুলিশ কর্মকর্তা হিসেবে ২৪ বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি শান্তি রক্ষা করার প্রধান শর্তই হল সবার আগে সন্ত্রাস প্রতিরোধ করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সূচনা বক্তব্য উপস্থাপন করেন রমনা রোটারি ক্লাবের সাবেক সভাপতি এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মঈনুল ইসলাম, এয়ার কমোডর (অব.) ইসফাক ইলাহী চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডিআইজি প্রিজন বজলুর রশীদের জামিন নাকচ
পরবর্তী নিবন্ধকাউন্সিলর মঞ্জুর বিরুদ্ধে চার্জশিট