শিক্ষিত জনগোষ্ঠী দেশ ও জাতির সম্পদ: সচিব সম্পদ বড়ুয়া

আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম :
রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের মুখ্য সচিব সম্পদ বড়ুয়া বলেছেন, ‘শিক্ষিত জনগোষ্ঠী দেশ ও জাতির সম্পদ। ডিজিটাল বাংলাদেশ প্রণয়নে নতুন প্রজন্মের মেধা বিকাশের ক্ষেত্রে স্কুল-কলেজের পাশাপাশি খেলাধুলা, বইপড়া, সৃজনশীল শিক্ষা এবং নৈতিক শিক্ষাসহ সকল ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি মাতা-পিতাকে ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার দুপুরে ফটিকছড়ির নিজ গ্রামের বিদ্যাপীঠ হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি অারো বলেন, ‘লেখাপড়ার মাননোন্নয়ন হলেই প্রকৃত উন্নয়ন সাধিত হবে। শুধুমাত্র অর্থনৈতিকভাবে আমাদের উন্নয়ন হলেই চলবেনা; শিক্ষা-দীক্ষায়ও আমাদের উন্নতি হতে হবে। বর্তমান সময়ে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে গড়তে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তেমনি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে আগামী প্রজন্মকে সু শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না। এ সময় তিনি ছেলে-মেয়েরা যাতে বিপথগামী না হয় সেদিকে লক্ষ্য রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানান।
এর আগে কলেজ অডিটরিয়ামে পরিচালনা পর্ষদ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্ত্বে ও মাষ্টার আব্দুল্লাহ আল মতিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্টানের অধ্যক্ষ এবিএম গোলাম নুর।
এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাহেদুল আরেফিন, ভাইস-চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, পৌরমেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রবিউল হোসেন, ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দীন চৌধুরী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডাঃ বি কে নাথ, মোজাহার চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, হাজী মাহবুব আলম, মায়েদা আকতার, ইউপি সদস্য গৌতম সেবক বড়ুয়া, ডাঃ জাহেদুর রহমান, মুফিজুর রহমান, বিশ্বজিৎ বড়ুয়া, প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া।
এ সময় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী নিবন্ধসন্তানদের ভালো কাজে ব্যস্ত রাখুন: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান