শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরও দুই পদের অতিরিক্ত দায়িত্বে!

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

দিনাজপুর শিক্ষা বোর্ডের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক নিজ পদ ছাড়াও আরও দুটি পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পদোন্নতির কারণে এক বছরের বেশি সময় থেকে সচিব নেই এবং অবসরজনিত কারণে দুই মাস ধরে বোর্ড চেয়ারম্যানও নেই।
এ অবস্থায় চলছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের যাবতীয় কার্যক্রম। ফলে শিক্ষার মানসহ বিভিন্ন কাজে দিক-নির্দেশনামূলক কাজে ভাটা পড়ার আশংকা বিরাজ করছে। এর পরেও শিক্ষা বোর্ডের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমানকে তিন পদের দায়িত্ব সামলাতে হিমসিম খেতে হচ্ছে।

বোর্ড সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৫ অক্টোবর দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব পদটি শুন্য হয়। ওই সময়ের শিক্ষা বোর্ড সচিব আমিনুল হক সরকার পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়ে পাচবিববি সরকারী কলেজে উপাধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন। এদিকে চলতি বছরের ৫ সেপ্টেম্বর বোর্ড চেয়ারম্যান পদের মেয়াদ পূর্ণ হওয়ায় প্রফেসর আহমেদ হোসেনকে মন্ত্রণালয়ে ওএসডি করে বদলী করা হয়। সেখানে যোগদানের পর তিনি এলপিআরে গেছেন। এতে ২মাস ধরে চেয়ারম্যান পদেও শুন্য হয়ে আছে।
অপরদিকে, তেমন সমস্যা না থাকলেও দীর্ঘদিন ধরে শুন্য থাকা পদ দুটি পুরণ জরুরি বলে বোর্ডের কর্মচারীরা মনে করেন।

এ ব্যাপারে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও সচিবের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, চলতি জেএসসি পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে প্রধান দায়িত্ব পালন করছেন। এরপরেও তিন পদের দায়িত্বে থাকায় পরীক্ষা গ্রহণ, বোর্ডের আর্থিক ও মালামাল রক্ষণাবেক্ষণ ছাড়াও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তিনি। তবে স্বীকার করেন, একাই তিন পদে দায়িত্ব পালন করা কষ্টকর।

পূর্ববর্তী নিবন্ধনেত্রকোনায় স্বামীকে হত্যায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধব্র্যাকের স্বাস্থ্য সেবিকাকে গণধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন