শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে পলিটেকনিক শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে আলোচনায় বসেছেন ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি রিফাত হোসেন। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের ১৬ সদস্যের প্রতিনিধিদল সভায় বসেছেন। সভা শেষে সচিবায়লে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

রেলপথ ব্লকেড কর্মসূচিসহ আন্দোলন চলবে কি না, এমন প্রশ্নের জবাবে রিফাত বলেন, ‘শিক্ষা উপদেষ্টার সঙ্গে সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

পূর্ববর্তী নিবন্ধচীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে