শিক্ষার্থীদের পোশাক পরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে: কাদের

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকার ধানমণ্ডির জিগাতলা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দুর্বৃত্তরা প্রবেশ করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ছাত্রছাত্রীদের পোশাক পরে কিছু দুর্বৃত্ত ধানমণ্ডি ৩/এ সড়কের আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়েছে। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জনকে জাপান-বাংলাদেশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে শনিবার বিকালে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, পাশেই জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে এরা ভর্তি রয়েছে। গণমাধ্যমকর্মীরা চাইলেও তালিকায় থাকা নেতাকর্মীদের আহত হওয়ার বিষয়টি হাসপাতালে গিয়ে দেখতে পারেন।

এ সময় আহত নেতাকর্মীদের তালিকা পড়ে শোনান ওবায়দুল কাদের।

কাদের বলেন, তারা এই অফিসের দিকে তেড়ে আসছে, কোনো ছাত্রছাত্রীর এই সাহস আছে? এরা স্কুলের ছাত্রছাত্রী নয়, এরা কলেজের ছাত্রছাত্রী নয়। এরা রাজনৈতিক দুর্বৃত্ত, যারা আজ দেশকে অশান্ত করতে চায়।

বাংলাদেশে অশান্তি কোনোদিনও দূর হবে না, যদি বিএনপি নামক একই দলটির দাপটের অস্তিত্ব থাকে। সে জন্য, এ দেশের অশান্তি দূর করার জন্য বিএনপির ওপর থেকে নিচ পর্যন্ত সকল নেতার পদত্যাগ আহ্বান করছি। এরা না সরলে দেশ শান্ত হবে না। সব অশান্তির মূল এরা।

ওবায়দুল কাদের বলেন, ‘ঘোলা পানিতে মাছ শিকারের অশুভ চেষ্টায় ব্যস্ত বিএনপি। খালেদা জিয়ার মুক্তির জন্য পাঁচ হাজার লোক নিয়ে একটা সভা, সমাবেশ, আন্দোলন, মিছিল তারা করতে পারেনি। তারা তাদের চেয়ারপারসনের জন্য আন্দোলন করতে ব্যর্থ। তারা তাদের ব্যর্থতাকে ঢাকতে কোমলমতি শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন ওপর ভরসা করছে। ব্যর্থতার দায় নিয়ে বিএনপির ওপর থেকে নিচ পর্যন্ত সকল নেতাকর্মীর পদত্যাগ করা উচিত।’

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে হামলা উদ্দেশ্যমূলক উল্লেখ করে তিনি বলেন, ‘যে পাথরগুলো মারা হয়েছে, তা দেখে আমরা বলতে পারি, এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এই হামলা ছাত্রদের হামলা নয়। এই ধরনের পাথর পথে ঘাটে পাওয়া যায় না। এই পাথর তারা ব্যাগে করে নিয়ে এসেছে, তারা স্কুল ড্রেস ও আইডি কার্ড বানিয়ে শিক্ষার্থীদের মধ্যে থেকে হামলা করেছে। হামলার ধরণ দেখে আমরা বলতে পারি, এই হামলা বিএনপি-জামায়াতের প্রশিক্ষিত ক্যাডার বাহিনী দ্বারা চালানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের সব দাবি প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। দাবিগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা হবে। পুলিশকে কোনো প্রকার বল প্রয়োগ না করার নির্দেশও দিয়েছেন তিনি।’

‘সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, যা দেখবেন তাই লিখবেন। কারো শোনা কথায় কান দেবেন না। আমরা বিশ্বাস করি, আপনারা আপনাদের দায়িত্বশীল সাংবাদিকতা করে যাবেন। শিক্ষার্থীদের আন্দোলনে আপশক্তির মুখোস উম্মোচন করতে ভূমিকা রাখবেন।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে নমনীয়। তাই তারা কিছু করতে পারছে না। তাই বলে, তাদের ব্যর্থ বলা ঠিক হবে না।’

এছাড়া নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আওয়ামী লীগ শ্রদ্ধাশীল বলে জানান মন্ত্রী।

উল্লেখ্য, ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধনাইট কোচ চলাচলও বন্ধ থাকবে: এনায়েত উল্লাহ
পরবর্তী নিবন্ধবাল্য বিয়ের ৪ দিন পর স্কুলছাত্রের আত্মহত্যা