নুর উদ্দিন, সুনামগঞ্জ : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওর পাড়ের শিক্ষার মানউন্নয়ন শহরের শিক্ষার মানউন্নয়নের সমন্বয়ক করে তুলতে প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষা বিদ্যাপিঠ গড়ে উঠছে এবং তার পাশাপাশি শিক্ষারমান উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশে এখন শতভাগ বিদ্যুৎতায়নের পাশাপাশি শতভাগ শিক্ষার হার এবং শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধিকরা হচ্ছে।
শনিবার সকালে দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয় উদ্বোধন কালে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। তিনি আর বলেন, এক সময় দেশে খুব অভাব ছিল। কেউ খেতে পারত কেউ পারত না। এখন আর দেশে অভাব নেই। দেশে কেউ এখন আর না খেয়ে থাকে না। ঘর থেকে বের হলেই মানুষ ৪/৫শত টাকা রোজি করতে পারে। শুধু রোজি করতে পারে না মদখুর গাজাখুর। ১১ বছর ধরে শেখ হাসিনা সরকারের আমলে দেশ অনেক এগিয়ে গেছে। ১লক্ষ টাকা ছিল মোবাইলের দাম। যা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিলনা। দাম কমিয়ে আমাদের নাগালের মধ্যে নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার ১১ বছরের মধ্যে কি করে নি। বয়স্করা, বিধবা, প্রতিবন্ধীরা ভাতা পাচ্ছে, অফিসারা গাড়ী পাইছে, বেতন বাড়ছে, স্কুলে ছাত্ররা টাকা পাচ্ছে।
দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিঠির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী’র সভাপতিত্বে এবং দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক মেয়র টাওয়ার হ্যামলেট আব্দুল আজিজ সরদার, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, দোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুল রহিম, বিশ্বম্বরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন রুকন, দিরাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার সুনামগঞ্জ সদর হায়াত নবী, দিরাই সারকেল বেলায়েত হোসেন খান, অফিসার ইনচার্য দিরাই থানা কে এম নজরুল ইসলাম প্রমুখ।