শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে নড়াইলে মানববন্ধন

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

নড়াইলসহ সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘সেকায়েপ’ প্রকল্পের অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের (এসিটি) এমপিওভুক্ত বা পরবর্তী প্রোগ্রামে অর্ন্তভূক্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অতিরিক্ত শ্রেণী শিক্ষক এসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনের প্রতি সহমত পোষণ করে বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, অতিরিক্ত শ্রেণী শিক্ষক এসোসিয়েশন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক  শেখ সাদী, যুগ্ম সম্পাদক  তৌহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মিঠুন রায়, প্রচার সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পুতুল খাতুন, অর্থ সম্পাদক প্রতাপ রায় প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে সেকেন্ডারি এ্যাডুকেশন কোয়ালিটি এক্সসেস এ্যানড এনহ্যান্সমেন্ট প্রজেক্ট  (সেকায়েপ) এর অধীনে ২০১৫ সাল থেকে প্রায় ৬ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে নড়াইল জেলায় ১৩৭ জন শিক্ষক কর্মরত আছেন। শিক্ষার মানোন্নয়ন, ঝড়ে পড়া শিক্ষার্থীরোধ, বাল্য বিবাহ রোধের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকদের  মেয়াদ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হবে।

এসিটি শিক্ষকদের পাঠদানে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের সন্তুষ্টি অর্জনে সফল হয়েছে।
এসিটি শিক্ষকদের মধ্যে অনেকের চাকরির বয়স ইতোমধ্যে শেষ হওয়ায় এবং চাকরি এমপিওভুক্ত না হওয়ায় হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

সেকায়েপের পরবর্তী  প্রোগ্রাম ‘সেকেন্ডারি এ্যাডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শুরু হতে যাচ্ছে। চাকরিরত এসব শিক্ষকদের এমপিওভুক্তি অথবা নতুন প্রোগ্রামে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধমুন্সীগঞ্জে প্রাইভেটকার চাপায় পথচারী নিহত
পরবর্তী নিবন্ধগফরগাঁওয়ে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার