শায়খপুত্র নাবিলসহ ৪ জঙ্গির মামলার রায় আজ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ফাঁসির রায়ে দণ্ডিত শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমানসহ চার জঙ্গির মামলার রায় ঘোষণা করা হবে আজ।

সোমবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নুরুন নাহার বেগম শিউলী এই রায় ঘোষণা করবেন।

সূত্র জানায়, জঙ্গিদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক আইনের ৩টি মামলার রায় দেবেন আদালত।

মৃত্যুদণ্ডে দণ্ডিত শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমান ছাড়াও এই মামলাগুলোর অপর আসামিরা হলেন- জঙ্গি আলমগীর হোসেন, রঙ্গিলা ওরফে সোহেল ও মোস্তাফিজুর রহমান।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এবং আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ মার্চ র‌্যাবের ২ শতাধিক সদস্য বিষ্ণুপুর, ছোটরা, কালিয়াজুড়ি ও দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে দায়ের করা ৬টি মামলার মধ্যে আজ অস্ত্র ও বিস্ফোরক আইনের ৩টি মামলার রায় ঘোষণা করা হবে।

২০০৬ সালে বিস্ফোরক আইনের মামলাগুলো পরিচালনাকারী কুমিল্লার অতিরিক্ত পিপি মো. আবু তাহের মামলার রায় ঘোঘণার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মামলা গুলোতে সাক্ষ্য দিতে সাক্ষীরা ভয় পায়, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। একসঙ্গে ১৫-২০ দিন অব্যাহতভাবে বিচার কার্যক্রম চালানো গেলে এসব মামলার বিচার কাজ আরও আগেই হয়তো শেষ করা যেত।

পূর্ববর্তী নিবন্ধগুলিতে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল বাংলাদেশকে তুলে ধরার আহ্বান স্পিকারের