স্পোর্টস ডেস্ক : পরিবারকে সময় দেওয়া ও জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতি নিতে মাঝপথেই কাউন্টির দল মিডলসেক্স ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তার জায়গায় ভারতের ডানহাতি পেসার উমেশ যাদবকে দলে নিয়েছে মিডলসেক্স।
কাউন্টির চলতি মৌসুমে বাকি সময়টা মিডলসেক্সের জার্সিতে খেলবেন ৩৪ বছর বয়সী উমেশ। আগামী সপ্তাহ থেকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের পাঁচ ম্যাচে খেলার কথা ছিল তার। তবে ভিসাজনিত কারণে সোমবার থেকে শুরু হওয়া উরস্টারশায়ারের বিপক্ষেই নামিয়ে দেওয়া হয়েছে উমেশকে।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ছাড়াও মিডলসেক্সের হয়ে রয়্যাল লন্ডন কাপেও খেলবেন উমেশ যাদব। ভারতের জাতীয় দলে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে বিবেচনা করা হয় না। তাই সামনের কয়েক মাস ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে কোনো বাধা নেই।
উমেশকে দলে ভিড়িয়ে মিডলসেক্স হেড অব পারফরম্যান্স অ্যালান কোলম্যান বলেছেন, ‘সে একজন পরীক্ষিত বিশ্বমানের বোলার। শুধু কাউন্টি চ্যাম্পিয়নশিপ নয়, আসন্ন রয়্যাল লন্ডন কাপেও সে দারুণ এক রত্ন হতে পারে। তরুণদের নিয়েও ভালো কাজ করতে পারবে উমেশ।’
আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক যুগ ধরে খেলার অভিজ্ঞতা রয়েছে উমেশের। ২০১৮ সালে সবশেষ ওয়ানডে ও ২০১৯ সালে খেলেছেন সবশেষ টি-টোয়েন্টি। তবে সম্প্রতি ভারতের টেস্ট দলের নিয়মিত মুখ উমেশ। সবমিলিয়ে ৫২ টেস্টে ৩০ গড়ে উমেশের শিকার ১৫৮ উইকেট।
উমেশ যাদব ছাড়াও সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলছেন ভারতের চেতেশ্বর পুজারা। এ দুজনের বাইরে আসন্ন রয়্যাল লন্ডন কাপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবেন অফস্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তিনি আপাতত পায়ের ইনজুরি থেকে পুনর্বাসনে রয়েছেন।