শাহরুখের চরিত্রটি বিরক্তিকর ছিল: অর্জুন রামপাল

বিনোদন ডেস্ক : শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ওম শান্তি ওম’। ২০০৭ সালের ৯ নভেম্বর মুক্তি পায় এটি। ফারাহ খান পরিচালিত সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন শাহরুখ। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দীপিকা পাড়ুকোনের। খলনায়কের চরিত্রে অভিনয় করেন অর্জুন রামপাল।

‘ওম শান্তি ওম’ মুক্তির ষোল বছর পর শাহরুখ খানের চরিত্রকে ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করেছেন অর্জুন রামপাল। কয়েক দিন আগে ভারতীয় সংবাদমাধ্যম হারপার্স বাজার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অর্জুন রামপাল।

‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখের চরিত্রের সঙ্গে স্বজনপোষণের সম্পর্ক রয়েছে কিনা? এমন এক প্রশ্নের জবাবে অর্জুন রামপাল বলেন, ‘যখন সে (শাহরুখ খানের চরিত্র) দ্বিতীয়বার ওম কাপুর হয়ে জন্ম নেয়, এই চরিত্রটি বিরক্তিকর ছিল।’

অর্জুন রামপালের এ মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি চর্চায় পরিণত হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি শাহরুখ খান।

অর্জুন রামপাল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধাকড়’। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে অর্জুন রামপালের হাতে ৬টি সিনেমার কাজ রয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধহাইকোর্টে ফের জামিন আবেদন সেই মিন্নির
পরবর্তী নিবন্ধঅরিজিতের হাত ধরে টানাটানি, গুরুতর আঘাত পেলেন গায়ক