শাহবাগে ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক:

অতিরিক্ত ফি প্রত্যাহার করাসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকালে জাতীয় যাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীদের চার দফা দাবির ধধ্যে রয়েছে- সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার, বেসরকারি পলিটেকনিকের সেমিস্টার ফি প্রত্যাহার, সেশনজট নিরসন, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নেয়া এবং ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করা।

আবু রাইহান নামের এক শিক্ষার্থী বলেন, করোনা মহামারীর মধ্যে অনেক শিক্ষার্থী আর্থিক সমস্যায় আছেন। কিন্তু অধিকাংশ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো সেটা বিবেচনা করছে না। বরং তারা অতিরিক্ত ফি আদায় করছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতি : জামিন পাননি নাজিম উদ্দিন
পরবর্তী নিবন্ধকরোনায় ১০ মাস পিছিয়ে গেছে জনশুমারি: পরিকল্পনামন্ত্রী