শাহবাগে ফুলের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাজধানীর শাহবাগে ফুলের দোকানে আগুন লেগেছে। রাত ৯টা ৫৩ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধহত্যা মামলায় শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন তামিম