শাহজালালে স্বর্ণসহ নারী আটক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। মঙ্গলবার দুপুরে জান্নাতুল ফেরদৌস (২৩) নামে এক যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএস বাংলার ফ্লাইট বিএস৩২২ যোগে চট্টগ্রাম থেকে ওই নারী আরোহণ করেন। ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল রুটে যাত্রী পরিবহন করে। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সময় আকাশপথেই এসব স্বর্ণ হস্তান্তর করা হয়।

আটক যাত্রী স্বর্ণগুলো তার অন্তর্বাসে লুকিয়ে আনেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা তাকে নজরদারিতে রাখে এবং ডোমেস্টিক টার্মিনালে তাকে আটক করা হয়।

আটক জান্নাতুল ফেরদৌসের বাড়ি নরসিংদী। জব্দকৃত স্বর্ণের ওজন ২.৭৮৫ কেজি (২৪ পিস)। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা। আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ড. মইনুল খান।

পূর্ববর্তী নিবন্ধসুপ্রিম কোর্টে শিগগিরই বিপুল সংখ্যক বিচারপতি নিয়োগ: আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধসেই ডিআইজি মিজানুর রহমানকে প্রত্যাহার