ক্রীড়া ডেস্ক:
আগামীকাল সোমবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। যেখানে অংশগ্রহণ করছে বরাবরের মতো ১২টি দল। গতকাল শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল অধিনায়কদের ফটোসেশন। সেখানে কথা বলেছেছিলেন দলের অধিনায়করা। তবে গুঞ্জন ছিল আবাহনীর অধিনায়কত্ব নিয়ে।
মোসাদ্দেক হোসেন সৈকত নাকি নাজমুল হোসেন শান্ত কে পাবেন অধিনায়কের গুরুদায়িত্ব। আজ রোববার জানা গেল আবাহনীর অধিনায়কত্ব করবেন শান্তই। মিরপুরে অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্পিনার রাকিবুল হাসান। সেখানে জানান শান্তর অধিনায়কত্ব করার কথা।
গেল মাসের ২৫ তারিখ থেকে মাঠের অনুশীলন শুরু করেছে আবাহনী দল। যেখানে উপস্থিত ছিলেন সব ক্রিকেটারই। সবশেষ গেল কয়েকদিনের অনুশীলন নিয়ে রাকিবুল বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা গত পাঁচ দিন ধরে অনুশীলন করতেছি। যে যার যার মতো করে ভালো অনুশীলন করার চেষ্টা করছি। সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করবে প্রথম ম্যাচ থেকেই।’
আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমযান। আর সিয়াম সাধনার এই মাসেই খেলা চলবে ডিপিএল। রাকিবুল অবশ্য বলছেন রোজা রেখে খেলাটা কঠিন, ‘রমজানে অনেক ডিফিকাল্ট ক্রিকেট খেলাটা। অনেক বাঁধা অনেক নিয়ম কানুন নিয়েই খেলতে হয়। আমাদের কিছু করার থাকে না, রমজানে খেলাটা কঠিন।’
আগামীকাল সোমবার সকাল নয়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে আবাহনী দল। প্রতিপক্ষ হিসেবে থাকছে অগ্রণী ব্যাংক লিমিটেড।