শহীদ মিনার এলাকায় ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ কিশোরীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীর পেছনে নিহত কিশোরীকে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা’ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এক ‘ভবঘুরেকে’ গ্রেফতার করা  হয়েছে।

শনিবার দিনগত রাত ৩টার দিকে ওই কিশোরীর লাশটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার ওসি মামুন অর রশীদ জানান, রাতে শহীদ মিনারের পেছনে তিনজন মেয়ে একটি ছেলেটিকে মারধর করছে খবর পেয়ে সেখানে পুলিশ যায়। সেখানে বিবস্ত্র ও অচেতন অবস্থায় ওই কিশোরীকে পাওয়ার পর তাকে পাশেই ঢাকা মেডিকেলে পাঠানো হয়। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়েছিল।

ঘটনাস্থল থেকে খায়ের (৩৬) নামের ওই ভবঘুরেকে আটক করে পুলিশ। তাকে যারা মারছিল, সেই তিন কিশোরীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি বলেন, তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, মৃত মেয়েটি ওই তিন কিশোরীর বান্ধবী। তারা শহীদ মিনার এলাকায় ভাসমান অবস্থায় থাকে। গ্রেফতার খায়েরও ভাসমান। রাতে খায়ের ওই কিশোরীকে খারাপ প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের কাছে করোনার টিকা চেয়েছে হাঙ্গেরি-বলিভিয়া
পরবর্তী নিবন্ধআবরার হত্যা : তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ