শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে টিপুকে

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে নিউ বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের নিজ বাসায়।

শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

গোলাম আরিফ টিপুর মেয়ে ডানা নাজলী বলেন, নিউ বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার পরে নেওয়া হবে কমিউনিস্ট পার্টির অফিসে। এরপরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দাফন সম্পন্ন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।

পূর্ববর্তী নিবন্ধরমজানের প্রথম জুমায় কানায় কানায় পূর্ণ বায়তুল মোকাররম 
পরবর্তী নিবন্ধটস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ