শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস উপলক্ষে স্বধীনতা যুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।এরপর আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

পুলিশ কর্মকর্তাদের মধ্যে রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি ও র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

এসময় শহীদ পুলিশ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা। পরে পুলিশের বিভিন্ন ইউনিট আলাদাভাবে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে।

পূর্ববর্তী নিবন্ধসরকারের উচিত মিডিয়াগুলোকে আরও বেশি বিজ্ঞাপন দিয়ে সহায়তা করা
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর হত্যায় অভিযুক্ত যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত